
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ব্যাটে যশস্বী, বলে বুমরা। প্রথমজনের দুশো রান, দ্বিতীয় জনের ৬ উইকেট। দু"জনের দাপটে দ্বিতীয় টেস্টে বেকায়দায় ইংল্যান্ড। বিশাখাপত্তনামে টেস্ট সিরিজে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ভারতের সামনে। দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ২৫৩ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৪৩ রানে পিছিয়ে স্টোকসরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। একমাত্র যশস্বী জয়েসওয়াল ছাড়া কেউ রান পায়নি। দ্বিশতরান করেন তরুণ ওপেনার। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের তালিকায় তৃতীয় যশস্বী। ২২ বছর ৩৭ দিন বয়সে টেস্টে দুশো করলেন বাঁ হাতি। শনিবার ২৭৭ বলে ২০০ রানে পৌঁছে যান। শেষমেষ ২৯০ বল খেলে ২০৯ রানে আউট হন। ইনিংসে ছিল ৭টি ছয়, ১৯টি চার। গৌতম গম্ভীরের পর ভারতের প্রথম বাঁ হাতি ব্যাটার হিসেবে দ্বিশতরান করলেন যশস্বী। মোট চতুর্থ। এই তালিকায় রয়েছেন বিনোদ কাম্বলি এবং সৌরভ গাঙ্গুলিও। যশস্বীর কাঁধে ভর করে প্রায় চারশোর কাছাকাছি রান তোলে ভারত। ৩৯৬ রানে শেষ হয়ে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ে ছারখার ইংল্যান্ড।
মাত্র ৫৫.৫ ওভার টেকে ইংল্যান্ডের ব্যাটাররা। সর্বোচ্চ রান জাক ক্রলির। ২টি ছয়, ১১টি চারের সাহায্যে ৭৮ বলে ৭৬ রান করেন। প্রথম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের ওপেনিং জুটি। কিন্তু ক্রলি ফিরতেই নিয়মিত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ব্যাট হাতে যশস্বীর পর, বলে বিধ্বংসী বুমরা। একাই বিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ছয় উইকেট নেন বুমরা। তাঁর শিকার অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে এবং জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সেরা চার ব্যাটারকেই ফেরান ভারতীয় পেসার। ১৫.৫ ওভার বল করে ৪৫ রানে ৬ উইকেট তুলে নেন বুমবুম। হায়দরাবাদ টেস্টের নায়ক অলি পোপ রান পাননি। ২৩ রানে আউট হন। উইকেট ছিটকে দেন বুমরা।
কিছুটা চেষ্টা করেন স্টোকস। পুরোপুরি বাজবল স্টাইলে খেলেন ইংল্যান্ডের নেতা। কিন্তু সেটাই কাল হল। অর্ধশতরানের ৩ রান দূরে থামেন। ১টি ছয়, ৫টি চারের সাহায্যে ৫৪ বলে ৪৭ রানে বোল্ড হন। এবারও সেই বুমরা। একদিন আগেই ভারতীয় পেসার জানিয়েছিলেন, ইংল্যান্ডের বাজবল তাঁকে উইকেট পেতে সাহায্য করবে। কথা রাখলেন।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?